ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন।
শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন।
এআর-০৩/৩১/১২ (আন্তর্জাতিক ডেস্ক)