রাজনীতিতে ভালো মানুষেরা নেই: ওবায়দুল কাদের

‘নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে ভালো মানুষেরা নেই। আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারিনি।’

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন জাতীয় পার্টি-জেপি’র ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ছাত্র রাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে এখন আর ভালো মানুষ আসতে চায় না। রাজনীতিতে কোনও শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। ভালো, সৎ ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে। তা না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে। ভালো মানুষ না আসলে, খারাপ লোক রাজনীতিতে আসলে রাজনীতি খারাপ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমার ১৭ বছরের মন্ত্রিত্ব বিরল। আওয়ামী লীগের মতো দলে তিনবার সাধারণ সম্পাদক হয়েছি, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব।’

জাতীয় পার্টি-জেপি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

এআর-০৪/০৮/০১ (ন্যাশনাল ডেস্ক)