নীলফামারীর ডোমারে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন চিকনমাটি এলাকার মৃত মজির উদ্দিনের বড় ছেলে তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক (৬০) ও তাঁর স্ত্রী হাওয়া বেগম (৫৫)
জানা গেছে, আজ সকাল ৭টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান শাহিদ আলী প্রামাণিক। স্বজন ও প্রতিবেশীরা জানাজার জন্য মরদেহের গোসল করাচ্ছেন। এ সময় শাহিদ আলীর শোকাহত স্ত্রী হাওয়া বেগমের কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনেরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনিও মারা যান।
একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআর-০৫/১৫/০১ (উত্তরাঞ্চল ডেস্ক)