ধ্বংসস্তূপ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ জন জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিন আটকে ছিলেন।

উদ্ধারকারীরা প্রথমে মা ও মেয়েকে বের করে আনেন। পরে তাঁরা বাবাকে উদ্ধারের দিকে এগিয়ে যান। কিন্তু বাবা তাঁর আরেক মেয়ে ও ছেলেকে আগে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকারীরা তিনজনকেই উদ্ধার করেন।

যত সময় গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

এআর-০৭/১১/০২ (আন্তর্জাতিক ডেস্ক)