নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বের চরম অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয়নি। বিএনপি দেশকে শ্রীলঙ্কা বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান আজ দেউলিয়া। এটা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন। পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনে মির্জা ফখরুল হাসপাতালে গেছেন।’
বুধবার দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা বলেছিল, সরকার করোনা মোকাবিলা করতে পারবে না। অথচ আজ আমরা করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে আছি। বিএনপির এক মন্ত্রী তাঁদের আমলে উত্তরবঙ্গ, নীলফামারী, দিনাজপুর ও রংপুরের লোকজনকে “মফিজ” বলে কটাক্ষ করেছিল। বিএনপি দেশের মানুষকে নিয়ে কটাক্ষ করেছে। আজ দেশের মানুষ বিএনপিকে “মফিজ” বানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ মফিজ হয় নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে বাংলাদেশকে তারা অসুস্থ করতে চায়; দেউলিয়া করতে চায়। আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে। তা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করছি। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত, বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত।’
এআর-০৭/২২/০২ (ন্যাশনাল ডেস্ক)