ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির ডাকে চতুর্থবাবের মতো ক্যাম্পাসে গিয়েছিলেন ভুক্তভোগী ফুলপরী খাতুন এবং অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার প্রধান সহযোগী তাবাসসুমসহ পাঁচজন।
জানা যায়, আজ বুধবার দুপুর ১২টায় ফুলপরী খাতুনের বাবা আতাউর রহমানের সঙ্গে ক্যাম্পাসে যান। তবে অভিযুক্তরা কখন ক্যাম্পাসে যান এ ব্যাপারে কিছু জানা যায়নি। বেলা ২টা ৫০ মিনিটে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের অফিস রুমে যান ফুলপরী, সানজিদা চৌধুরী, তাবাসসুম, আইন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন ঊর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মাওয়াবিয়া। তাদের মধ্যে এক ঘণ্টা পর অফিস থেকে বের হন ফুলপরী।
এ সময় ফুলপরী সাংবাদিকদের বলেন, ‘যারা আমার সঙ্গে অন্যায় করেছে, তাদের আমি চিনিয়ে দিয়েছি। অন্তরা আপু আমার হাত-পা ধরে মাফ চেয়েছে, অনেক অনুরোধ করেছে। তাদের কান্না কান্না ভাব ছিল। কিন্তু আমি আমার অবস্থানে দৃঢ়।’
এদিকে অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। তবে তাবাসসুম বলেন, ‘যা বলার তদন্ত কমিটিকে বলেছি।
এআর-০৯/২২/০২ (আঞ্চলিক ডেস্ক)