বইমেলায় বোমা হামলার চিঠি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মো. শহীদুল্লাহ বলেন, বোমা হামলার চিঠি নিয়ে র্যাব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তদন্ত করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে কাজ করছে। ছুটির দিনে বই মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ধরনের চিঠি আমরা আগেও পেয়েছি। চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এদিকে এক পুলিশ কর্মকর্তা বলেন, চিঠি দিয়ে বাংলাদেশ জঙ্গি হামলা বা বোমা হামলার কোনো নজির নেই। তবে যেহেতু এমন একটি চিঠি এসেছে, সেহেতু বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এআর-০৩/২৪/০২ (ন্যাশনাল ডেস্ক)