পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে তার বাসায় গেছেন পুলিশ কর্মকর্তারা। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। আজ রোববার ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসায় যান পুলিশ সদস্যরা।
পুলিশ বলছে, ইমরান খান গ্রেপ্তার এড়িয়ে চলছেন। একজন সহকারী পুলিশ সুপার তার কক্ষে গেলে সেখানে তাকে পাননি।
গত মঙ্গলবার ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিদেশি প্রতিনিধিদের কাছ থেকে অবৈধভাবে উপহার কেনা ও বিক্রির অভিযোগে করা মামলার শুনানিতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এ ওয়ারেন্ট জারি করেন আদালত।
গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে বেশকিছু মামলা হয়।
আজ পুলিশ কর্মকর্তাদের ইমরানের লাহোরের জামান পার্ক বাসার প্রবেশ পথে অবস্থান নিতে দেখা যায়। তারা ইসলামাবাদ থেকে সেখানে যান।
এদিকে ইমরান খানের বাসায় পুলিশ এসেছে—এমন খবরে শত শত পিটিআই নেতাকর্মী সেখানে জড়ো হন। ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
গত নভেম্বরে ওয়াজিরাবাদ শহরে সরকারবিরোধী লংমার্চে ইমরান খানের ওপর হামলা হয়। হামলায় তিনি গুলিবিদ্ধ হন। এ ছাড়া এ হামলায় এক পিটিআই কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
এআর-০৬/০৫/০৩ (আন্তর্জাতিক ডেস্ক)