ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মালেক (মশিউর মালেক) রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫-এর (২), ৩১, ৩৫-এ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।
এআর-০১/৩০/০৩ (ন্যাশনাল ডেস্ক)