‘আওয়ামী লীগ আগুন দেয় না, আগুন নিভিয়ে সুস্থতা ফিরিয়ে আনে’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা সরকারকে দায়ী করছেন, তাঁরা বিকৃত মানসিকতার মানুষ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ আগুন দেয় না, আগুন নিভিয়ে মানুষকে সুস্থতায় ফিরিয়ে আনে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা সরকারকে দায়ী করছেন, তাঁরা বিকৃত মানসিকতার মানুষ। বিএনপি-জামায়াত হলো আগুন–সন্ত্রাসী। এ অগ্নিকাণ্ডের পেছনে যদি কোনো মানুষের হাত খুঁজতে হয়, তাহলে সবার আগে অগ্নি–সন্ত্রাসীদের দিকে অঙ্গুলি যাবে।’

দীপু মনি আরও বলেন, ‘কেউ কেউ যেকোনো বিষয়ে সরকারকে সব সময় দোষারোপ করে। যদিও এ ধরনের দুর্যোগে ক্ষতি হয় সরকারের। কারণ, এ ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দেওয়া ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে করতে হয়। কাজেই সরকারের পক্ষ থেকে এ ধরনের কিছু হওয়ার যারা চিন্তা করে, তারা কী ধরনের বিকৃত মানসিকতার মানুষ, তা বোঝানো মুশকিল।’ এ সময় তিনি দেশবাসীকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এআর-১৭/০৫/০৪ (ন্যাশনাল ডেস্ক)