ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। দুই দিন আগে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮১ বছরের জাফরুল্লাহ চৌধুরীর বর্তমান অবস্থা সম্পর্কে ডা. মহিবুল্লাহ বলেন, ‘তার (ডা. জাফরুল্লাহ) শারীরিক অবস্থা মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। আবার ইম্প্রুভ করে। তার শরীর এমনিতেই খারাপ। বয়সও বেশি। দুই দিন ধরে তার অবস্থা একটু ক্রিটিক্যাল।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস করতে হয় বলে জানান ডা. মহিবুল্লাহ। তিনি বলেন, কিডনির সমস্যার পাশাপাশি অন্যান্য জটিলতা এখন সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন অবস্থা জটিল। তবে অবস্থা স্থিতিশীল আছে।

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকেরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মুহূর্তে সবার দোয়া খুবই দরকার।’

এআর-০৩/০৭/০৪ (ন্যাশনাল ডেস্ক)