গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় সোমবার সকালে তাকে রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্যনগর হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসকের বরাত দিয়ে দুপুর ২টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।
এদিকে এক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
এআর-০৩/১০/০৪ (ন্যাশনাল ডেস্ক)