রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে রাজশাহীতে এখন তীব্র তাপপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ।

রাজশাহীতে এক সপ্তাহের বেশি সময় ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েই চলেছে। প্রতিদিনই ভেঙেছে আগের দিনের রেকর্ড এবং এটিই হয়েছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত পাঁচ দিন ধরে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছিল। আজ তা তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, আজ ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশেই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এআর-০২/১৩/০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)