রুচি পরিবর্তনের চেষ্টা করছি : হিরো আলম

মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি। সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।

সম্প্রতি দেশের সংস্কৃতি অঙ্গনের রুচির অবক্ষয়ের কথা প্রসঙ্গে ব্যাপক আলোচনায় ‍আসা হিরো আলম  শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন।

এই স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম একটি ছবিও জুড়ে দেন। ছবিতে দেখা যাচ্ছে হিরো আলম অফিশিয়াল পোশাক পরে আছেন।

এআর-০৫/১৫/০৪ (বিনোদন ডেস্ক)