লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পোদ্দার বাজার নাগেরহাট সড়কে হাঁটছিলেন নোমান ও রাকিব। এ সময় আকস্মিক মুখোশ পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাদের আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে নোমান মারা যান। অপর আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। পরে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।
নোমানের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ রাতেই সদর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাহাফুজ্জামান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।
এআর-০১/২৬/০৪ (আঞ্চলিক ডেস্ক)