ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৯

ইউক্রেনজুড়ে ফের হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার সকালে রাজধানী কিয়েভসহ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনী হামলা চালায়। হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানে কয়েকটি ফ্ল্যাটের ওপর চালানো হামলায় শিশুসহ ১৭ জন প্রাণ হারিয়েছেন। দিনিপ্রো শহরে তিন বছর বয়সী কন্যাশিশুসহ নিহত হয়েছেন এক নারী।

তবে আবাসিক এলাকায় হামলার বিষয় অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এর আগে ইউক্রেনজুড়ে ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরপর কয়েকটি শহরে হামলার খবর পাওয়া যায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এআর-০৪/২৮/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)