রাজনীতিতেও ঝড় আসছে, পরিণতি ভয়াবহ হবে: ফখরুল

শুধু ঘূর্ণিঝড় ‘মোখা’ নয়, দেশের রাজনীতিতেও বড়সড় ঝড় ধেয়ে আসছে। আর তাতে সরকারের পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘উত্তাল সমুদ্র থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এ ঝড় শুধু প্রাকৃতিক ঝড় নয়। দেশের রাজনীতিতে ঝড় আসছে। যারা সরকারে আছেন, তাদের বলতে চায়- দেশের মানুষের মনের ও চোখের ভাষা বুঝে ক্ষমতা ছেড়ে দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। অন্যথায় আপনাদের পরিণতি হবে ভয়াবহ।’

শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীতে পাতানো নির্বাচন প্রতিহত করবে দেশের মানুষ। ভোটাররা ভোট দিতে পারবে না- এমন কোনো নির্বাচন আর করতে দেওয়া হবে না। এ সরকারের পদত্যাগই আমাদের একামাত্র দাবি। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, এটা বিদেশিরাও জানেন।’

পাকিস্তানে চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্ট মুক্তি দিলেন। আর আমাদের আদালত জামিন বাতিল করে জেলে পাঠিয়ে দেন। গায়েবি মামলায় জেলা পাঠানো হয়।’

ফখরুল বলেন, ‘চাল, ডাল, তেল, ডিমের দাম হু হু করে বাড়ছে। রিকশাচালক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষ অসহায়। দেশের মানুষ বাজারে গিয়ে কান্না করছে। অথচ শেখ হাসিনা বিদেশে ১২৫ জনের বিশাল বহর নিয়ে তিন দেশে সফর করেছেন। এখন যদি দেশের মানুষ জিজ্ঞেস করে- আমাদের জন্য কী নিয়ে এসেছেন? তাদের কাছে কোনো উত্তর নেই।’

সমাবেশ থেকে বিএনপি মহাসচিব গায়েবি মামলায় গ্রেফতার, নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে সারাদেশে ১৯ মে থেকে ২৭ মে পর্যন্ত জেলা ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

এআর-০৪/১৩/০৫ (ন্যাশনাল ডেস্ক)