নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো মাইনুজ্জামান ওরফে সেন্টুর পাশে দাঁড়ালেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি মাইনুজ্জামানের চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক ওই রিকশাচালককে আশ্বাস দেন, সুস্থ হলে তাঁকে আর রিকশা চালাতে হবে না। বসে থেকে করতে পারেন, এমন কাজের ব্যবস্থা করে দেবেন। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাইনুজ্জামানের মেজ মেয়ে আঁখি খাতুন হাসপাতালে বাবার পাশে ছিলেন। আঁখি বলেন, জেলা প্রশাসক তাঁর বাবার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। কিছু টাকাও দিয়ে গেছেন। আর বলেছেন, ‘সুস্থ হলে আর তাঁকে রিকশা চালাতে হবে না।’ একটা ব্যবস্থা করে দেবেন। একটা কার্ড দিয়ে গেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যার কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন মাইনুজ্জামান। সংসার চালানোর জন্য তাঁকে আর রিকশা চালাতে হবে না। তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে অটোরিকশার পরিবর্তে তাঁর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পাঁচ বছর আগে একটি বেসরকারি সংস্থা থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে একটি রিকশা কিনেছিলেন মাইনুজ্জামান। দুই বছরের মাথায় নগরের ঘোষপাড়ার মোড়ে রিকশাটি চুরি হয়ে যায়। পরে আবার ঋণ করে আরেকটি রিকশা কিনে সেটি চালাতেন। এরই মধ্যে হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য আরও ৫০ হাজার টাকা ঋণ করতে হয় তাঁর। প্রতি সপ্তাহে দুই জায়গায় ১ হাজার ৩৫০ টাকা করে কিস্তি দিতে হয়। দিনে তিনটি অক্সিজেন সিলিন্ডার লাগে। ওষুধ ও অক্সিজেন মিলে তার দিনে ৬০০ টাকা খরচ হয়।
দুই মাস ধরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন ছাড়া চলতে পারছিলেন না। সর্বশেষ দুই দিন নাকে অক্সিজেনের নল নিয়েই রিকশা চালিয়েছেন। রোববার হাসপাতালে ভর্তি হন।
এআর-১০/১৮/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)