রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মঙ্গলবার (২৩ মে) ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমার শেষ দিন। শেষ দিন পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন চারজন। এরমধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ২৩ মে সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন। আর ২১ জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।
এআর-০৮/২৩/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)