ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসিসহ নিয়মিত তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও সহজ জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের জয়ে গোল দুটি করেন পারেদেস ও রোমেরো।

সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার ৩৮ মিনিটে লিয়ান্দো পারেদেসের চমৎকার গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

খেলার ৫৫ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ক্রিস্তিয়ান রোমেরো।

এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার আগে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চীনের বেইজিংয়ে মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।

এআর-০৪/১৯/০৬ (স্পোর্টস ডেস্ক)