রাত পোহালেই অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন মেয়রপ্রার্থী। তবে একজন প্রার্থী নির্বাচন বয়কট করায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী নির্বাচনে রয়েছেন। তারা সবাই নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
রাজশাহী সিটিতে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রচারের শেষদিন পর্যন্ত মাঠে এখন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএমের তালিকায় প্রতীকসহ প্রার্থীদের নাম থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। বুধবার সকাল ৯টায় তার ভোট দেওয়ার কথা রয়েছে।
জাপার মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকার আটকশি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। সকাল ১০টার দিকে তার ভোট দেওয়ার কথা রয়েছে। আর জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার নগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতমখাঁ মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। বেলা ১১টায় তিনি ভোট দিতে কেন্দ্রে যাবেন।
রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে এবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১১২ জন। এ ছাড়া সংরক্ষিত আসনের ১০টি ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৪৬ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, রাজশাহী সিটিতে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
এআর-০৫/২০/০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)