শান্তিরক্ষী নিয়ে অ্যামনেস্টির আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৭ জুন) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সব তাদের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এসব কথা বলছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে, এটাই তারা চায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে যাদের নেওয়া হয়, অনেক যাচাই বাছাই করেই নেওয়া হয়। এটা বাংলাদেশ জানে।’

একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠিক না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এসব বিদেশিরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নেবে। যাতে তারা নিজেদের ইচ্ছামতো বাংলাদেশকে চালাতে পারে। সরকারের বিরুদ্ধে যে কারো অভিযোগ থাকতেই পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠিক না। সরকার স্থিতিশীল থাকলে দেশের উন্নতি হয়।’

এআর-০১/২৭/০৬ (ন্যাশনাল ডেস্ক)