কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে মনু মিয়া (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। গরুটি নিয়ে আসার পথে তাকে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে আঘাত করে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মারা যান তিনি।
প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কোরবানির উদ্দেশে গরুটি কেনেন। সকালে আনতে গিয়ে গরুর আঘাতে মারা যান তিনি।
এআর-০৩/২৯/০৬ (আঞ্চলিক ডেস্ক)