যশোর সদর উপজেলার লেবুতলায় বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এআর-০৩/০৭/০৭ (আঞ্চলিক ডেস্ক)