খুলনায় দুইদিনব্যাপী ফ্যাক্টচেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক অংশ নেন।
শনিবার (০৮ জুলাই) নগরীর একটি রেস্তোরায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এসময় তিনি বলেন, যেকোনো সময়েই সাংবাদিকেরাই সাধারণ মানুষের মূল ভরসার জায়গা। প্রশিক্ষণ পাওয়া সাংবাদিকেরা সত্য তথ্য প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা জানান, নির্বাচনের বছরে গুজব প্রতিরোধে এটি সময়োপযোগী প্রশিক্ষণ। এসময় তারা বাংলাদেশ ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক নামে ফেসবুকভিত্তিক এক প্ল্যাটফর্মে যুক্ত হোন। যেখানে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে পরস্পরকে সহযোগিতা করবেন সাংবাদিক ও বিশেষজ্ঞরা।
অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।
এআর-০১/০৮/০৭ (আঞ্চলিক ডেস্ক)