ডেঙ্গুতে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮৯

দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই মৃত্যু ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারও রোগী। সেইসঙ্গে ভাঙছে প্রতিদিনের মৃত্যু এবং আক্রান্তের রেকর্ডও। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১৪ জন। একই সময়ে আরও ১ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুলাই সর্বোচ্চ ১ হাজার ৬২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১১ ও ১৫ জুলাই সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১ হাজার ৫৮৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন। ঢাকার বাইরে নতুন রোগী ৭৪২ জন।

এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৪৪১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৩৪৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন। আর ঢাকার বাইরে ৭ হাজার ৭৭০ জন। এ ছাড়া এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ২৬৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৯ জন।

এআর-০৩/১৭/০৭ (ন্যাশনাল ডেস্ক)