ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়। নিহতদেরমধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান জানান, এখন পর্যন্ত ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফিরোজ আহম্মেদ কুতুবী জানান, যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের ভেতরে আরো কেউ আছে কি না তা দেখা হচ্ছে। বেশিরভাগ যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
এআর-০১/২২/০৭ (আঞ্চলিক ডেস্ক)