ডেঙ্গু নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ চিকিৎসা সেবা দেয়া বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি মেডিকেল কলেজের ৮০ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের কাজ নয়। আমাদের কাজ চিকিৎসা সেবা দেয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ জনগণকে অবহিত করা যে, কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাদের খুব দ্রুত হাসপাতালে নিয়ে আসা এবং চিকিৎসা গ্রহণ করা। জ্বর বিভিন্ন কারণে হতে পারে। আমরা বলেছি, জ্বর হলে দ্রুত পরীক্ষাটা করিয়ে নেয়ার জন্য। আপনারা জানেন, আমরা ১০০ টাকার পরীক্ষা ৫০ টাকা করে দিয়েছি। আমরা দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকা শহরের সাথে সাথে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের মূল কথা হলো, ডেঙ্গু মশা কমাতে হবে। তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু বর্ষা মৌসুমে নয়, ঢাকা সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভায় মশা নিধনের কাজটি সারা বছর করতে হবে।
এআর-০৪/২৪/০৭ (ন্যাশনাল ডেস্ক)