ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম হল) একটি কক্ষ থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকেলে এসএম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে শেখ মঞ্জুরুল ইসলাম নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। মঞ্জুরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

জানা গেছে, ১৬৫ নম্বর কক্ষে মঞ্জুরুলসহ আটজন ছাত্র থাকেন। আজ বিকেলের দিকে মঞ্জুরুল ছাড়া সবাই কক্ষের বাইরে ছিলেন। সাড়ে চারটার দিকে অন্য শিক্ষার্থীরা লক্ষ করেন যে সিলিং ফ্যানের সঙ্গে গামছার সাহায্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মঞ্জুরুলের মরদেহ ঝুলছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা ওই কক্ষে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই টিপু সুলতান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এআর-০৪/২১/০৮ (ক্যাম্পাস ডেস্ক)