আমার নামে ৯৮ মামলা, আর দুটি হলে সেঞ্চুরি হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী রাজনীতি করেন, এমন প্রায় ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। প্রতিদিন নিম্ন আদালতে যেতে হচ্ছে। আমার নামে ৯৮টি মামলা। আর দুটি হলে সেঞ্চুরি হবে। সব বিরোধী রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মামলা। আদালতে হাজিরার কারণে সকালের রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিচার বিভাগের বর্তমান অবস্থা: বাংলাদেশে বিরোধীদের দমনের হাতিয়ার’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)। চলমান সরকারিবিরোধী আন্দোলনে থাকা বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর সমর্থক আইনজীবীদের নতুন মোর্চা ইউএলএফ।

বিচারব্যবস্থার পুরোপুরি দলীয়করণ হয়েছে বলে অনুষ্ঠানে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ছিল। এখন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে। বিচারব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে।

বিচারব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা, শ্রদ্ধা কেমন আছে? সেটি বড় বিষয়। পুলিশ, বিচারক রাজনৈতিক নেতাদের মতো কথা বলেন। তখন সাধারণ মানুষ কোথায় যাবে? যদি বিচারব্যবস্থার পুরোপুরি দলীয়করণ হয়ে যায়, মানুষ কোথায় যাবে?

গত মঙ্গলবার ঢাকার জজ কোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের পুলিশ লাঠিপেটা করে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আইনজীবীরা রাস্তায় দাঁড়িয়ে মার খাবেন, এটি চিন্তাও করতে পারি না। ঢাকা বারের সামনে পুলিশ হামলা করে আইনজীবীদের আহত করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। দেখলাম, এ ঘটনায় ৬৬ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারাই মারল, আবার যাঁরা মার খেলেন, তাঁদের বিরুদ্ধেই মামলা দিল। পুরো বাংলাদেশে এখন এটাই চলছে।

এআর-০৫/১৪/০৯ (জাতীয় ডেস্ক)