কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা বিশ্বকাপের আসরে নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নুন এক বার্তায় এই হুমকি দিয়ে বলেছেন, ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওই বদলা নেওয়া হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।
পান্নুনের ওই অডিও বার্তা কবে, কোথায় রেকর্ড করা হয়েছে, সে বিষয়ে বিশদ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইংরেজিতে দেওয়া ওই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তাতে কানাডাবাসী খালিস্তানি আন্দোলনের ওই নেতা বলেছেন, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে না, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’
অবশ্য পরক্ষণেই ভারতের উদ্দেশে পান্নুনকে বলতে শোনা যাচ্ছে, ‘শহীদ নিজ্জরের হত্যার বদলা আমরা নেব। তোমাদের (ভারতের) বুলেটের জবাব দেবে আমাদের ব্যালট।’
পান্নুন ভারতে ১৬টি গুরুতর ফৌজদারি মামলার আসামি। সম্প্রতি পাঞ্জাবে তাঁর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার ওই ব্যবস্থা নেওয়ার পরেই তাঁর এই অডিও বার্তা ভাইরাল হয়। নিহত নিজ্জরের সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ পান্নুনের দল ‘এসএফজে’র মতাদর্শ প্রচারের দায়িত্বে ছিল। ভারতে এই দুই সংগঠনই নিষিদ্ধ।
ওই বার্তায় এ কথাও বলা হয়েছে, ভারত নাকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অপমান করেছে। তিনি পান্নুন বলেছেন, এসএফজে এর বদলা নেবে। ভারতকে ফল ভোগ করতে হবে। ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) মারফত পান্নুন ওই অডিও বার্তা গত বুধবার প্রচার করেছেন।
কানাডার প্রধানমন্ত্রীকে অপমান করার দায় পান্নুন চাপিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর। বার্তায় তিনি বলেছেন, ভারত অটোয়ার দূতাবাস বন্ধ করে কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিক।
এআর-০৩/২৮/০৯ (আন্তর্জাতিক ডেস্ক)