রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত ১০ বছরের মধ্যে রাজশাহীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টিতে শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে।
সরেজমিন দেখা গেছে, নগরীর সব সড়কে হাঁটুসমান পানি জমেছে। বৃষ্টির পানিতে নগরীর লক্ষ্মীপুর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, ঘোষপাড়া, সাহেববাজার, গণকপাড়া, কাদিরগঞ্জ, বর্ণালী মোড়, উপশহর, টিকাপাড়াসহ সব এলাকায় পানি জমে গেছে। জমে থাকা পানির পরিমাণ কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান। শহরের কয়েক জায়গায় সকালে সড়কের ওপর দিয়ে নৌকা চলাচল করতেও দেখা গেছে।
সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে অনেকে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেছেন। তবে বেকায়দায় পড়েছেন তারা, যাদের বাড়িতে এমনকি ঘরেও পানি ঢুকে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর রাজশাহীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার, ২০১৪ সালের ২৭ মে এক দিনে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩ মিলিমিটার, ২০১৫ সালের ২৬ জুন ১০০ মিলিমিটার, ২০১৬ সালের ৩ এপ্রিল ১০২ মিলিমিটার, ২০১৭ সালের ১৩ জুলাই ১০৭ দশমিক ২ মিলিমিটার, ২০১৮ সালের ১ মে ৬৮ দশমিক ৮ মিলিমিটার, ২০১৯ সালের ২৬ অক্টোবর ৭৮ মিলিমিটার, ২০২০ সালের ২১ মে ৮১ মিলিমিটার এবং ২০২১ সালের ২১ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এআর-০১/০৫/১০ (উত্তরাঞ্চল ডেস্ক)