হামাসের হামলায় বিপর্যস্ত ইসরায়েলে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে লড়াইয়ে বিপর্যস্ত ইসরায়েলে শিগগিরই অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দ্রুতই এই সহায়তা ইসরায়েলকে দেওয়া হবে বলে জানিয়েছেন।

সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ব্লিনকেন বলেন, ইসরায়েলিরা যে সুনির্দিষ্ট অতিরিক্ত অনুরোধ জানিয়েছে আমরা তা দেখছি। আমি মনে করি আজ আরও পরের দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাসের আক্রমণ মোকাবিলা করার জন্য এই মুহূর্তে ইসরায়েলে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা রয়েছে। ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র নিখোঁজ ও মৃত আমেরিকানদের রিপোর্ট পেয়েছে। প্রশাসন এই বিষয়ে তথ্য যাচাইবাছাইয়ের জন্য অনবরত কাজ করে চলছে।

দেশটির রাজনীতিক দল রিপাবলিকানরা অভিযোগ করে বলেছেন, বাইডেন প্রশাসন ইরানকে খুশি করছে এবং ইরানের তহবিল নিষ্ক্রিয় না করায় ইসরায়েলের পরিস্থিতিতে তা অবদান রেখেছে। এই অভিযোগের জবাবে ব্লিনকেন বলেন, মানবিক উদ্দেশ্যে এই তহবিল থেকে কোনও অর্থ ব্যয় করা হয়নি।

‘সুতরাং লোকজন হয় ভুল তথ্য পাচ্ছে অথবা তারা ভুল তথ্য দিচ্ছে। আর যেভাবেই হোক, এটা ভুল,’ বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর উদ্দেশে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে থাকতে পারেও বলে মন্তব্য করেছেন ব্লিনকেন। তিনি বলেন, ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্কের সম্ভাব্য স্বাভাবিককরণে ব্যাঘাত ঘটানো হামাসের আক্রমণের অনুপ্রেরণার অংশ হতে পারে।

এআর-০৬/০৮/১০ (আন্তর্জাতিক ডেস্ক)