গাজার হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

গাজা শহরের আহলি আরাবি হাসপাতালে সাম্প্রতিক বর্বর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

বুধবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলার দ্বারা নির্বিচারে শত শত নিরীহ বেসামরিক নাগরিকদের প্রধানত নারী ও শিশু হত্যা করা হয়। এই নির্মম হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন, যা মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ।

বাংলাদেশ বিশ্বাস করে যে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাজায় ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে তা কেবল অসামঞ্জস্যপূর্ণ নয়, এটি গাজার ফিলিস্তিনি জনগণের ওপর শাস্তি প্রদান। এ ঘটনা মানবাধিকারের সব মৌলিক নীতি এবং আন্তর্জাতিক নাগরিক চুক্তি ও কনভেনশনের লঙ্ঘনের সমতুল্য।

বিবৃতিতে আরও উ‌ল্লেখ করা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান সংঘাতের মূল কারণগুলো সমাধান করার সময় এসেছে। ইসরায়েলি দখলদারিত্বের অধীনে জীবনযাপন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এই অঞ্চলে শান্তির দিকে পরিচালিত করবে না। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারকে গুরুত্ব দেয়।

বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা এবং জরুরিভাবে ক্ষতিগ্রস্ত ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানায়। এই অপরাধমূলক কাজের অপরাধীদের অবশ্যই তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। যুদ্ধের শিকার হিসাবে নিরীহ বেসামরিক লোকদের আরও মৃত্যু এবং দুর্ভোগ রোধ করতে বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবপক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানায় বাংলাদেশ।

এআর-০৩/১৮/১০ (জাতীয় ডেস্ক)