রাজধানীর খাজা টাওয়ারে আগুন লাগায় ইন্টারনেট–সেবায় বিঘ্ন

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। ভবনটিতে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে ডাটা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ আসত খাজা টাওয়ারের ওই দুই ডাটা সেন্টার থেকে। এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। যেহেতু ডাটা সেন্টারগুলো বন্ধ হয়েছে, তাই ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এক ফেসবুক পোস্টে জানায়, মহাখালীর আমতলীর খাজা ভবনে আগুন লাগার কারণে কারিগরি বিপর্যয়ে গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কল দিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। এ সমস্যাটি সমাধানে গ্রামীণফোন কাজ করছে বলেও পোস্টে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এতে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে।

এআর-০১/২৬/১০ (জাতীয় ডেস্ক)