হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর অস্ত্রোপচার শুরু করেন তারা।
খালেদা জিয়ার লিভার সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করেছেন মার্কিন চিকিৎসক দল।
অস্ত্রোপচার শুরুর আগে এদিন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন এই তিন মার্কিন চিকিৎসক।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন মার্কিন চিকিৎসকরা।
তার আগে বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭টায় ঢাকায় পৌঁছান মার্কিন দুই চিকিৎসক ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. হামিদ আহমেদ আব্দুর রব। পরে রাত ১১টার দিকে তারা চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে যান। এদিকে মার্কিন চিকিৎসক দলের আরেক সদস্য ডা. ক্রিস্টোস জর্জিয়াডস রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান।
এআর-০৩/২৬/১০ (জাতীয় ডেস্ক)