বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী এই নির্দেশ দেন।
দুপুর ২টার পরে খসরু ও স্বপনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে পল্টন থানায় দায়ের করা এই মামলায় দুজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম এ আবেদন করেন। অন্যদিকে দুজনের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় পুলিশ কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির অন্যান্য শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে এই মামলায় আসামি করা হয়।
এআর-০১/০৩/১১ (জাতীয় ডেস্ক)