বিএনপি-জামায়াতের মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতে ইসলামীর ১ হাজার ৬৩৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত ১০ দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১১২টি।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেপ্তার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন,২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন এবং সর্বশেষ গতকাল ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মোট ১০ দিনে গ্রেপ্তারের সংখ্যা ১৬৩৬ জন।
গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৬টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২০টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।
এআর-০১/০৭/১১ (জাতীয় ডেস্ক)