এনআইডি কার্ড থাকলেও নির্বাচনে ভোট দিতে পারবেন না যারা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কিছু দল তাদের মনোনয়ন ফরম বিক্রির দিনক্ষণও জানিয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র থাকলেই সবাই ভোটার নয়। এবারের নির্বাচনে কারা ভোট দিতে পারবেন না তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সীদেরও এনআইডি প্রদান করে থাকে। তবে তারা ভোটার নয়। ভোটার হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করা লাগে। ইসির সূত্র অনুযায়ী তিন ক্যাটাগরির ব্যক্তিরা ভোট দিতে পারবেন না। তারা হলেন

> ২০০৫ সালের ০১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ ভোট দিতে পারবেন না
> আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি
> বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি ভোট দিতে পারবেন না

ইসির সূত্র অনুযায়ী, যারা ভোট দিতে পারবেন…

> বাংলাদেশি নাগরিক
> আঠারো বছর পূর্ণ ব্যক্তি (২০০৫ সালের ০১ জানুয়ারি এবং তাঁর পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ) )
> ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী

এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দ্যেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়ন ফরম যাচাই- বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত । প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এআর-০৪/১৭/১১ (ন্যাশনাল ডেস্ক)