দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবেই অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবেই নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০ জন ও অনলাইনে ১৪ জন এই ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সূত্র জানায়, প্রথম দিনে আওয়ামী লীগের সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগ থেকে। এই বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ২১৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। এই বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ২০১ জন।
এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫, রংপুর বিভাগ থেকে ১০৯, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫, বরিশাল বিভাগ থেকে ৭৫ এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কিনেছেন।
এআর-০১/১৮/১১ (ন্যাশনাল ডেস্ক)