বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে।
মঙ্গলবার দুপুরে রাজশাহীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সভা চলে। এরপর ইসি রাশেদা সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিএনপি এই নির্বাচনে আসবে কি না, এই প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি একটা দল। তারা নির্বাচনে যাবে কি না, সেটা তাদের ব্যাপার।’ এখন আর নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চাইলে তো সুযোগ আছেই। তারা যেতে পারবে। তবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে; অর্থাৎ বিধিতে যে মার্জিন রয়েছে, তার মধ্যেই তাদের আসতে হবে।’
বিএনপি নির্বাচনে এলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে কি না, জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘তারা যদি নির্বাচনে আসতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমরা নির্বাচন কমিশনাররা বসব। আইনকানুন দেখব। কীভাবে তাদের স্পেস দেওয়া যায়, সেটা দেখব।’
ইউরোপীয় ইউনিয়ন বসতে চাচ্ছে, এ নিয়ে আপনারা কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে ইসি বলেন, ‘বিদেশি পর্যটকেরা সব সময়ই আসেন। তাঁরা এলে আরও ভালো। তাঁরা যত বেশি আসবেন, ভোটের তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। আপনারাও থাকবেন। আপনাদের মাধ্যমে আমাদের স্বচ্ছতা প্রকাশ পাবে।’
আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। সেটা আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যেই আমরা কিছু ব্যবস্থা নিয়েছি।’ নির্বাচন প্রতিহত করতে চাইলে কী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নাশকতামূলক কাজ করে, ফৌজদারি আইন অনুযায়ী যে যে ধরনের অপরাধ করবে, তার জন্য সেই ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআর-০৫/২৮/১১ (নিজস্ব প্রতিবেদক)