গাজীপুরের কাশিমপুর কারাগারে আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
ডেপুটি জেলার জানান, আসাদুজ্জামান হিরা খান সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে দুপুর ১২টায় তার মৃত্যু হয়। ২৯ অক্টোবর তাকে একটি বিস্ফোরক মামলায় গাজীপুর জেলা কারাগারে আনা হয়েছিল। গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয় তাকে।
নিহতের পরিবারের এক সদস্য জানান, শুক্রবার দুপুরে আসাদুজ্জামানের কাশিমপুর কারাগারে মৃত্যু হয়। ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার হয়েছিলেন তিনি।
এআর-০৪/০১/১২ (ন্যাশনাল ডেস্ক)