এক সপ্তাহ পেছালো মির্জা ফখরুলের জামিন শুনানি

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন সংক্রান্ত রুলের শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। নিয়মানুযায়ী আগামী সপ্তাহের বুধবার এটি আবার হাইকোর্টের কার্যতালিকায় উঠবে।

মির্জা ফখরুলের এক আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি পিছিয়ে আদেশ দেন।

রুলের শুনানি পেছানোর জন্য (নট দিস উইক) আদালতে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট ওয়ালিউর রহমান নামে এক আইনজীবী। তিনি এই মামলার সংশ্লিষ্ট আইনজীবীসহ আদালতের সিনিয়র আইনজীবীদের ব্যস্ত থাকার কারণ দেখান। তখন হাইকোর্ট বলেন, জামিন শুনানি আগে এত জরুরি ছিল, এখন পেছাতে এসেছেন কেন?

১ থেকে ৭ জানুয়ারি বিএনপির আদালত বর্জন কর্মসূচি চলমান থাকায় বিএনপির আইনজীবীরা জামিন শুনানিতে অংশ নেননি।

এর আগে গত ১৭ ডিসেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে রুলের শুনানির জন্য ৩ জানুয়ারি (আজ) তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।

গত ৭ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে এক সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে বলেন।

এআর-০৪/০৩/০১ (ন্যাশনাল ডেস্ক)