দ্বাদশ সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাছান মাহমুদ। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত কাউকে বেছে নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বঙ্গভবনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে গত পাঁচ বছর তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ। আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন হাছান মাহমুদ।
এআর-০৬/১১/০১ (ন্যাশনাল ডেস্ক)