প্রেসিডেন্ট নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সফরে সিইসি ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ থেকে ১৯ মার্চের মধ্যে সিইসির রাশিয়া সফর করার কথা রয়েছে। এই সফরে সিইসির সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

রাশিয়ার ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার তথ্য সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সে ক্ষেত্রে তিনি ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন।

এআর-০২/২৯/০১ (ন্যাশনাল ডেস্ক)