সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় শেষবারের মতো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখিত সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের বাকি অর্থ ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি এ বছর হজে যেতে পারবেন না এবং প্রাথমিক নিবন্ধনের সময় দেওয়া টাকাও তাঁকে ফেরত দেওয়া হবে না।
এআর-০১/০২/০২ (ন্যাশনাল ডেস্ক)