বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দীর্ঘ তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার দুপুর ১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাঁকে ফুল দিয়ে বরণ করেন শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা।
মুক্তি পাওয়ার পর গণমাধ্যমকে প্রিন্স বলেন, ‘ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।’
এরআগে গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার হন এমরান সালেহ প্রিন্স। এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রাজারবাগ পুলিশ লাইনসের মুক্তিযোদ্ধা জাদুঘর ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।
এআর-০৩/১০/০২ (ন্যাশনাল ডেস্ক)