নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ বুকে ব্যথা অনুভব করছিলেন শামীম ওসমান। ব্যথা বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শামীম ওসমান শুয়ে আছেন। তবে তিনি সুস্থ আছেন বলে ওই ভিডিওতে নিজেই জানিয়েছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
এআর-০৩/১৯/০৩ (জাতীয় ডেস্ক)