দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর এক ইউক্রেনীয় নারী মৃত্যুবরণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের শেষকৃত্য বিষয়ক জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট জানাজা_ইউএই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী ইউক্রেনীয় নারী দারিয়া কোটসারেনকো ছিলেন খ্রিস্টধর্মাবলম্বী ছিলেন। ভ্রমণ ভিসায় দুবাই এসে তিনি চাকরি খুঁজছিলেন। এ সময় ইসলাম ধর্মের সৌন্দর্যে তিনি আকর্ষিত হন। জানা গেছে, ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। রমজান মাসে উপলক্ষে তিনি রোজা রেখেছিলেন।
এদিকে, দারিয়ার ইসলাম গ্রহণ ও মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে মানুষকে। দুবাইয়ে ওই নারীর কোনো আত্মীয় না থাকলেও তার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন হাজারো মানুষ। এ সময় তার জন্য দোয়া, ভালোবাসা ও সমর্থন জানান তারা।
এআর-০৪/৩০/০৩ (আন্তর্জাতিক ডেস্ক)