১৩ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

দীর্ঘ ১ যুগ পর ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে আমার দল শ্রদ্ধার চোখে দেখে।

জামায়াত আমির বলেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।

দলের নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, সেখানে জামায়াতের নেতাকর্মীরা যেন পাহারাদারের ভূমিকা পালন করেন। যারা লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান এই জামায়াত নেতা।

এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও আবদুল হালিম, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম, উত্তরের আমির সেলিমউদ্দিন, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রটারি রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। তাদের অন্য কার্যালয় পুরানা পল্টনে ছিল একই দশা ছিল।

এআর-০৪/০৬/০৮ (জাতীয় ডেস্ক)